৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার ধানমণ্ডি ৩২ নম্বরে জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে মালয়েশিয়া যুবলীগের নেতাকর্মীরা। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান তারা।
মালয়েশিয়া যুবলীগের আহবায়ক তাজকির আহমেদ ও যুগ্ম আহবায়ক মনসুর আল বাশার সোহেলের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবলীগের সাবেক আহবায়ক এ.কামাল চৌধুরী, যুবলীগ নেতা আশফাকুল ইসলাম সোহেল ও কাজল মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৭/ফারজানা