যুক্তরাষ্ট্রে ‘নিউইয়র্ক বইমেলা ২০১৮’ প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন লেখক-বিজ্ঞানী-মুক্তিযোদ্ধা ড. নূরন নবী। একইসাথে ‘২০১৮ শিশু-কিশোর মেলা’র আহ্বায়ক নির্বাচিত হয়েছেন নতুন প্রজন্মের প্রতিনিধি সেমন্তী ওয়াহেদ।
গত ১০ নভেম্বর জ্যাকসন হাইটসে মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির এক সভায় ২০১৮ সালের বইমেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য ৬৫ সদস্য বিশিষ্ট প্রস্তুতি পরিষদ গঠিত হয়েছে। এর উপদেষ্টা পরিষদে রয়েছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামালউদ্দীন হোসেন, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, সাংবাদিক কৌশিক আহমেদ, পরিবেশবিদ ড. নজরুল ইসলাম, কবি ইকবাল হাসান ও গোলাম ফারুক ভূইয়া।
‘নিউইয়র্ক বইমেলা ২০১৮’ এর প্রস্তুতি কমিটির সদস্যরা হলেন মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ড. জিনাত নবী, শহীদ পরিবারের সন্তান ডা. জিয়াউদ্দীন আহমেদ, লেখক জীবন চৌধুরী, শামসাদ হুসাম, সাংস্কৃতিক সংগঠক সউদ চৌধুরী এবং নিনি ওয়াহেদ, লেখক-কলামিস্ট ফেরদৌস সাজেদীন, হাসান ফেরদৌস, আহমাদ মাযহার, ফাহিম রেজা নূর, আদনান সৈয়দ, নারী সংগঠক রানু ফেরদৌস, সাবিনা হাই উর্বি, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট ওবায়দুল্লাহ মামুন, রানা ফেরদৌস চৌধুরী, আকবর হায়দার কিরন, শিরীন বকুল, তানভীর রাব্বানী, মুরাদ আকাশ, ফারুক আজম, জসিম মল্লিক, গোপাল সান্যাল, শুভ রায়, স্বীকৃতি বড়ুয়া, মনজুর কাদের, মোশারফ হোসেন, শহীদ উদ্দীন, আব্দুর রহিম বাদশা, সাখাওয়াৎ আলী, নাসরিন চৌধুরী, স্বপ্ন কুমার, মিশুক সেলিম, এজাজ আলম, আলম সিদ্দিকী, শাহিদ রেজানূর, শিবলী সাদেক, কামরুজ্জামান, দিঠি হাসনাৎ, দেওয়ান আশরাফ, ফারুক ফয়সল, মিজানুর রহমান বিপ্লব, ইশতিয়াক রূপু, কাজী আতিক, সোবহান চৌধুরী, মিনহাজ আহমেদ সাম্মু, রওশন হাসান, মণিজা রহমান, লুৎফা সাহানা, মাকসুদা আহমেদ, জুলি রহমান, মুহাম্মদ আলী বাবুল, হারুন আলী এবং বিশ্বজিত সাহা।
বইমেলার ২৭ বছর পূর্তিকে সাফল্যমণ্ডিত করার জন্য আগামী ১৭ নভেম্বর শুক্রবার জ্যাকসন হাইটসে প্রস্তুতি কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় বিভিন্ন সাব কমিটি গঠন করে দায়িত্ব অর্পণ করা হবে। আহ্বায়ক কমিটির সকল সদস্যকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের বইমেলার আহ্বায়ক ছিলেন কথাসাহিত্যিক ফেরদৌস সাজেদীন। শিশু-কিশোর মেলার আহ্বায়ক ছিলেন প্রাবন্ধিক হাসান ফেরদৌস।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৭/মাহবুব