বিএনপি মালয়েশিয়া পুচং আইওআই মল শাখার উদ্যেগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় পুচং এর একটি অফিসে পুচং আইওআই মল শাখা বিএনপি'র সভাপতি মো. হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন মালয়েশিয়া বিএনপি সভাপতি(একাংশ) মো. শহীদ উল্যাহ শহীদ।
মো. মাসুদ রানার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. কাজী সালাহ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রানা, বিএনপি নেতা আনোয়ার পারভেজ, বগুড়া জেলা যুবদল সহ-সভাপতি সরকার আতিকুর রহমান সোহেল ও ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা চৌধুরী, আইওআই মল শাখা বিএনপি নেতা মাহফুজুর রহমান, সাবেক ছাত্র নেতা মনিরুল ইসলাম আবদুল্লাহ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন পুচং আইওআই মল শাখা বিএনপি নেতা সোহেল রানা, আলমগীর, রফিক, জুয়েল রানা, আফজাল হোসেন, শফিকুল ইসলাম, আব্দুর রউফ, বাবলু মিয়া, মিলন, নুরুল ইসলামসহ আরো অনেকে।
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৭/মাহবুব