একাত্তরের ন্যায় আরেকটি যুদ্ধের জন্যে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তবে এ যুদ্ধ অস্ত্র হাতে নয়, ব্যালটে করতে হবে। সামনের নির্বাচনে ব্যালট যুদ্ধে জয়ী করতে হবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন জোটকে।
প্রবাসীদের প্রতি এ আহবান জানিয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি আবু মো. ইশতিয়াক আজিজ উলফৎ।
সম্প্রতি বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে 'বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয়তাবাদী রাজনীতি কোন পথে এবং আমাদের করণীয়' শীর্ষক আলোচনার আয়োজন করা হয়।
নিউইয়র্ক সিটির ব্রুকলীনে গ্রীনহাউজ রেস্টুরেন্টের পার্টি সেন্টারের এ আলোচনায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব বাবরউদ্দিন এবং পরিচালনা করেন যৌথভাবে সংগঠনের সেক্রেটারি মুক্তিযোদ্ধা মো. সুরুজ্জামান এবং ব্রুকলীন বিএনপির সেক্রেটারি জাহাঙ্গির সোহরাওয়ার্দি।
আলোচনায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট বলেন, পারস্পরিক বিশ্বাসের সংকটে বিএনপি আজ সাংগঠনিকভাবে খুবই দুর্বল। এ অবস্থা কাটিয়ে উঠতে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের ঐক্যবদ্ধ করার বিকল্প নেই।
নিউইয়র্ক অঞ্চলের বাংলাদেশিদের সর্বজনীন প্রতিষ্ঠান ‘বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্ক’র বোর্ড অব ট্রাস্টি ও অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, সামনের জাতীয় নির্বাচন বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যে, দেশপ্রেমিক প্রতিটি মানুষকে একাত্তরের ন্যায় ঐক্যবদ্ধ হতে হবে বিএনপি নেতৃত্বাধীন জোটকে বিপুল বিজয় দিতে।
আলোচনায় আরও অংশ নেন মুক্তিযোদ্ধা কাজী আজহারুল হক মিলন, আলী ইমাম মজুমদার, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সেক্রেটারি জিল্লুর রহমান, মোস্তফা কামাল পাশা বাবুল, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী আজম, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহের, ব্রুকলীন বিএনপির উপদেষ্টা শাহীন সিদ্দিকী, সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের নেতা হায়দার আলী, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু, নিউইয়র্ক স্টেট বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন, আবুল বাশার, এবাদ চৌধুরী প্রমুখ।অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসীর সমাগম ঘটে।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৭/ফারজানা