প্রখ্যাত কলামিস্ট ও সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুুরী গত ২১ দিন ধরে লন্ডনের মিডলসেক্সের নরর্থউইক পার্ক হাসপাতালে চিকিৎসাধীন। ডায়াবেটিস ও কিডনির সমস্যার সঙ্গে নতুন করে বাঁ দিকের ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
আবদুল গাফ্ফার চৌধুুরীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার মেয়ে বিনিতা চৌধুরী। তিনি জানান, অক্সিজেন মাস্কের সাহায্যে বাবা শ্বাস নিচ্ছেন। শ্বাসযন্ত্রের জটিলতার কারণে কথা বলতে পারছেন না।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৭/ফারজানা