মালয়েশিয়া সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরের মেন্ডারিন ওরিয়েন্টাল হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে শিল্পমন্ত্রী প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগ করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, সহ-সভাপতি আব্দুল করিম, কাইয়ুম সরকার, দাতু আক্তার, আক্তার হোসেন গাজী শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, শাহ আলম হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোনায়েম খান, তারিকুজ্জামান মিতুলসহ শতাধিক নেতাকর্মী।
উল্লেখ্য, এশিয়ার ব্যবসায়ী নেতাদের সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার ভোরে কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছান শিল্পমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের শ্রম শাখার প্রথম সচিব হেদায়েতুল ইসলাম মন্ডল ও মালয়েশিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার কুয়ালালামপুর থেকে ভারতের উদ্দেশে রওনা দেবেন শিল্পমন্ত্রী। সেখানে ২১তম আন্তর্জাতিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প সম্মেলনে যোগ দেবেন তিনি।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৭/ফারজানা