বাহরাইনে মানামা মিজা মসজিদের পূর্ব পাশে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত আট বাংলাদেশি শ্রমিক আহত হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তবে আহতরা কেউ দগ্ধ হননি বলে জানা গেছে।
আগুনের হাত থেকে নিজেকে রক্ষা করতে ঐ ভবনের বিভিন্ন তলা থেকে নিচে নামার সময় তারা আহত হন। এরা হলেন, নারায়নগঞ্জের ফতুল্লার আব্দুল মালেকের পুত্র শহিদুল, চাঁদপুর মতলবের নুরু মিয়ার পুত্র আলমগীর, শরিয়তপুরের জাজিরার হারুন বেপারীর ছেলে সজিব বেপারী, ফেনীর ফজলুর রহমানের ছেলে মোঃ ফয়েজ উল্লাহ, দিন ইসলাম, মাদারীপুরের শিবচরের তোতা মিয়া ফরাজির ছেলে মনির ফরাজি, ওবায়েদুল ইসলাম ও তরিকুল ইসলাম।
আহতদের স্থানীয় মানামা সালমানিয়া মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক ও একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
খবর পেয়ে বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) কে এম মমিনুর রহমানের তদারকিতে ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের খোঁজ খবর নেন দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুর রেজ্জাক, আইন সহকারী কর্মকর্তা আহাম্মদ ও জনকল্যান প্রতিনিধি তাজ উদ্দিন সিকান্দার।
স্থানীয় পুলিশ, দূতাবাস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত দেড়টায় ঐ ভবনের নিচতলায় বৈদ্যতিক মিটারে শর্টসার্কিট থেকে তার বক্সে আগুন লেগে যায়। এ খবর পুরো ভবনে ছড়িয়ে পড়লে ভবনের লোকজন আত্মরক্ষায় এদিক ওদিক ছুটোছুটি করতে থাকে এক পর্যায়ে ছাদের উপর থেকে রশি এবং অন্যান্য তলা থেকে ভবনের পাইপ ও জানালা ভেঙে ঝাপ দিয়ে বের হতে থাকে। তাৎক্ষনিক খবর পেয়ে স্থানী পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন এবং আটকা পড়া লোকদের উদ্ধার করে।
বিডি প্রতিদিন/১ ডিসেম্বর ২০১৭/হিমেল