ওসমানী স্মৃতি পরিষদ কুয়েত শাখার আহ্বায়ক কমিটির উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কুয়েত সিটির গুলশান হোটেলের সংগঠনের আহ্বায়ক মুরাদুল হক চৌধুরী মুরাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক বেলাল আহমেদ, কুয়েত কমিটির উপদেষ্টা মিহির কান্তি পাল, আজাদ মেম্বার, শুভ্রাপাল, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহ্ ইমদাদ উল্লাহ, আব্দুল আহাদ।
এদিন কেন্দ্রীয় কমিটির অনুমোদিত ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির নাম প্রকাশ করা হয়। কমিটিতে আছেন আহ্বায়ক মুরাদুল হক চৌধুরী, সিনিয়র যুগ্ন আহ্বায়ক শাহ এমদাদ উল্লাহ, যুগ্ন আহ্বায়ক নোমান আহমদ, জামিল হোসাইন, কবির মিয়া, ডি এম ওয়ারিস, হারুন রশিদ, শুভ্রা পাল, সৈয়দ সুন্দর আলী, তারা মিয়া, মোহাম্মদ মুজাহিদ, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, সদস্য আসাদ উদ্দিন হাসান, লিটন আহমদ, অদুদ আহমদ, বাবু প্রদীপ সূত্রধর, মো. সেলিম মিয়া, নূর হোসেন, শেখ শামীম, ফুয়াদ আহমদ, ফারুক আহমদ।
তাঁরা আগামী এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি করে বিদেশেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কাজ করবেন বলে জানান।
বিডি-প্রতিদিন/০২ ডিসেম্বর, ২০১৭/মাহবুব