সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিন খসরুকে ইতালির রোমে অভ্যর্থনা জানানো হয়েছে। ৩০ নভেম্বর মধ্য রাতে ইতালির রাজধানী রোমে লিওনার্দো দ্যা ভিঞ্চি বিমানবন্দরে পৌঁছান। এসময় ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহম্মদ ঢালী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ রব মিন্টুর নেতৃত্বে বিমান বন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ইতালি আওয়ামী লীগ, যুবলীগ, রোম মহানগর আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, আমরা মুক্তাযোদ্ধা সন্তানের নেতাকর্মীরা তাকে বিমান বন্দরে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় দূতাবাসের প্রথম সচিব রফিকুল আলম উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রব ফকির, যুগ্ম সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক হাবীব মকদম, প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাবু ঢালী, কৃষি বিষয়ক সম্পাদক কবির হোসেন, ইতালী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল মৃধা, রোম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মামুন, সহ সভাপতি স্বপন হাওলাদারসহ আরো অনেকে।
এ সময় বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি দিদারুল আবেদীন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বৃহত্তর কুমিল্লার প্রবীন ব্যক্তিত্ব শাহ আলম ছাড়াও জসিম উদ্দিন, এ আর আহমেদ তপুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ দিকে ঢাকা উওর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকায় অবস্থানরত ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী, লন্ডনে অবস্থানরত সাধারণ সম্পাদক হাসান ইকবাল। এছাড়া ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহম্মদ ঢালী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৭/হিমেল