বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর নিঃশর্ত মুক্তি ও সারাদেশে ছাত্রদলের নেতাকর্মীদের উপর অব্যাহত হামলা, মামলা, গুম, খুনের প্রতিবাদে সমাবেশ করেছেন ছাত্রদল মালয়েশিয়া শাখা।
রবিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের রেস্টুরেন্ট রাজধানী'তে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।মালয়েশিয়া ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রস্তাবিত সভাপতি মো. শহীদ উল্যাহ শহীদ।
ছাত্রদল নেতা মোশারফ করিমের সঞ্চালনায় অনুষ্ঠিানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. কাজী সালাউদ্দিন, বিএনপি সহ-সাধারণ সম্পাদক মো. মিন্টু ও পুচং তামানমাস বিএনপি সাধারণ সম্পাদক মোবারক কারী।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রদল নেতা এস.এম আল মামুন, দেলোয়ার হোসেন লিপু ও শাহীন আহমেদ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের শাখাওয়াত রাজু, মিজানুর রহমান, লোকমান হোসেন, ফয়সাল আহমেদ, ইলিয়াছ হোসেনসহ মালয়েশিয়ার বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিপুল সংখ্যাক নেতাকর্মী।
বিডি-প্রতিদিন/০৪ নভেম্বর, ২০১৭/মাহবুব