ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মধ্য দিয়ে একঝাঁক তরুনদের নিয়ে কাতারে যাত্রা শুরু করলো বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব।
বৃহস্পতিবার রাতে সানাইয়া এশিয়ান টাউনে ইভেনিং স্পাইসির হলরুমে আয়োজিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ইকবাল হোসেন রনিকে সভাপতি ও এস এম মনসুরউল্লাহ রাশেদকে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, পরিচালনা পরিষদের সদস্য গোলাম সারোয়ার মিশু, রেজওয়ান বিশ্বাস, বাবুল গাজী, সবুজ মিয়া, সানজিম আহমেদ, ই এম আকাশ প্রমুখ।
এ সময় বক্তারা সামাজিক উন্নয়নের পাশাপাশি দেশীয় কৃষ্টি কালচার তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন।
বিডিপ্রতিদিন/ ০৮ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান