বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আহাম্মেদ আলী দুলালের সঞ্চালনায় ও কিরণময় মণ্ডলের সভাপতিত্বে প্যারিসের স্থানীয় একটি মিলনায়তনে উদীচী ফ্রান্স সংসদের এ সপ্তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
কমিটিতে কিরণময় মণ্ডলকে সভাপতি, সাখাওয়াত হোসেন হওলাদারকে সাধারণ সম্পাদক ও শম্পা বড়ুয়াকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়।
বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় পতাকা ও উদীচী সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূকাভিনয় শিল্পী পার্থ প্রতিম মজুমদার, ফরাসি পতাকা উওোলন করেন উবারভিলিয়ে শহরের প্রথম সহকারী মেয়র অন্তনী দাগে এবং উদীচীর পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আজিজুল মালিক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উদীচী যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী জীবন বিশ্বাস, ফ্রান্স প্রবাসী চলচ্চিত্র নির্মাতা আমিরুল আরহাম, ডাঃ উত্তম বড়ুয়া এবং বিশিষ্ট সমাজকর্মী হাসনাত জাহান, উদীচী যুক্তরাষ্ট্র সংসদের কোষাধ্যক্ষ্য সাবিনা হাই উর্বি, বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক ফাহাদ আহনাদ, রহমতুল্লাহ চৌধুরী সুজন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্স শাখা জুয়েল দাশ রয় লেনিন, অক্ষর এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফ্রান্স শাখার প্রতিনিধিবৃন্দ ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ফ্রান্স উদীচী পরিচালিত বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীবৃন্দ ও যুক্তরাষ্ট্র থেকে আগত উদীচীর সাধারণ সম্পাদক প্রকৌশলী জীবন বিশ্বাস ।
নৃত্য পরিবেনশন করেন যুক্তরাষ্ট্রের বাংলা স্কুলের নৃত্য প্রশিক্ষক ও উদীচী কর্মী উদিতা তন্বী।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি- রোজী মজুমদার, বি এস সাগর বড়ুয়া, পলাশ বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক- শফিকুল ইসলাম রায়হান, কোষাধ্যক্ষ শম্পা বড়ুয়া, সম্পাদক মণ্ডলীর সদস্য শুভাশীষ রায় শুভ, সুস্মিতা বড়ুয়া, দুলাল চন্দ মিশেল, রাজু আহমেদ, এলান খান চৌধুরী, পঙ্কজ কান্তি দে, জি এম শরিফুল ইসলাম ও কার্যকরী পরিষদের সদস্য আহাম্মেদ আলী দুলাল, সৈয়দ কামাল আহমেদ, বিশ্বজিৎ ভট্টাচার্য হিমেল, মোহাম্মদ আবুল মনসুর, বৃষ্টি মণ্ডল, টুইংকেল বিশ্বাস, নাসির উদ্দীন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ