নটর ডেম কলেজ অ্যালামনাই এসোসিয়েশন কানাডার বার্ষিক সাধারণ সভা ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ৭৯৫ মারখাম রোডের কস্তুরী রেস্টুরেন্টে দুপুর ১২টায় এই সভা শুরু হবে।
কানাডায় বসবাসরত সকল প্রাক্তন নটরডেমিয়ানদের সভায় অংশগ্রহণ ও রেজিস্ট্রেশনের জন্য 647-709-2865; 647-818-5579; 905-512-2703; 647-406-6653 টেলিফোন নম্বরে যোগযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা