জনপ্রিয় রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা করেছে মালয়েশিয়া আওয়ামী যুবলীগ।
রবিবার সন্ধ্যায় কুয়ালালামপুরে আওয়ামী যুবলীগের কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াত ও ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় দোয়া মাহফিল। মাসুদুল আলম রনি ও মাহবুবুর রহমান রুবেলের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান অহিদ, যুবলীগ যুগ্ম-আহবায়ক মনসুর আল বাশার সোহেল, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক রাসেদ বাদল, সদস্য কবি আলমগীর হোসেন, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম সোহেল, সাইফুল ইসলাম, আমানুল্লাহ আমান, রেজাউল ইসলাম লায়ন প্রমুখ।
সভায় বক্তারা সৈয়দ আশরাফুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে প্রশংসাসূচক আলোচনা করেন। এ সময় তারা বলেন, তিনি সরকারের মন্ত্রী এবং ক্ষমতাধর ব্যক্তি হয়েও সাধারণ জীবনযাপন করে গেছেন যা অনুকরণীয়। পরে তার রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সভায় মালয়েশিয়া আওয়ামী যুবলীগ নেতা-কর্মী ও বিপুল সংখ্যক প্রবাসী।
বিডি প্রতিদিন/ফারজানা