ইতালির পালেরমো শহরের নেক মানির এজেন্টদের দিনব্যাপী এএমএল/সিএফটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন নেক মানি কোম্পানির চেয়ারম্যান হাজী মোঃ ইকরাম ফরাজী।
মার্কেটিং ম্যানেজার মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষণ দেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন্ড এমএলআরও মোঃ ইফতেখার উদ্দিন খান। ইতালি সরকারের নিয়ম মেনে রেমিটেন্স পাঠানোর আহবান জানান জনাব ইকরাম ফরাজী।
এ সময় তিনি আরও বলেন, বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশ উন্নয়নে গর্বিত হন। তবে অব্যশই টাকা পাঠাতে গিয়ে কোন ভুল করা যাবে না। সব কিছু দেখে বুঝে টাকা পাঠাতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মতিন বেপারী, কাতানিয়া আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মোল্লা সেলিম, পালেরমো আওয়ামী লীগের সভাপতি সেকান্দার মিয়া, সাধারন সম্পাদক গোলাম রব্বানী, বাংলা প্রেস ক্লাব ইতালির সাধারন সম্পাদক রিয়াজ হোসেন, যুবলীগের আহবায়ক এম এ হালিম, কাতানিয়া যুবলীগ নেতা খান আব্দুস সালামসহ আরও অনেকে। নেক মানি এক্সচেঞ্চ এর সার্ভিসের প্রশংসা করেন এজেন্টরা। তবে বিভিন্ন সুবিধা অসুবিধার কথাও তুলে ধরেন তারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর