কাতারে বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের মাঝে পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানী দোহার বাণিজ্যিক এলাকা নাজমার হক রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও এনটিভির কাতার প্রতিনিধি অধ্যাপক আমিনুল হক।
আগামী দিনে সংগঠনে কার্যক্রম আরও শক্তিশালী করতে বিভিন্ন মতামত তুলে ধরেন সাধারণ সম্পাদক ও দেশ সংবাদের বিশেষ প্রতিনিধি সাহাবুদ্দিন শামীম, সাংগঠনিক সম্পাদক ও ডিবিসি নিউজ, বাংলাদেশ প্রতিদিনের আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও বাংলা ট্রিবিউনের জাকারীয়া আহম্মেদ খালিদ, সহ -সভাপতি ও কলকাতা টেলিভিশনের শাহ আলম খান, দফতর সম্পাদক ও এটিএন নিউজের শরিফুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, ত্রিশাল বার্তা সম্পাদক ইমরান হাসান, আওয়ার কন্ঠের সম্পাদক নুরে আলম জাহাঙ্গীর, ৫২ বাংলা টিভির মোশারফ হোসেন জনি, সিলেট মিডিয়ার সোহেল আহমেদ, চ্যানেল এসের শেখ ফারুক প্রমুখ।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৯/আরাফাত