কাতারে বাংলাদেশ ছাত্রলীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দোহার স্থানীয় একটি হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক রনির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন শাহ।
সাধারণ সম্পাদক আনহার হোসেন আনুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কফিল উদ্দিন, শফিকুল ইসলাম তালুকদার বাবু, ইঞ্জিনিয়ার আবু রায়হান, মুসলিম উদ্দিন, আহমেদ মালেক প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য দেন যুবলীগ নেতা আতিকুল মাওলা মিঠু, কাজী আশরাফ, তাজুল ওয়াহিদ, সেলিম রেজা, ফয়েজ আহমেদ, আহমেদ শোয়েব, ছাত্রলীগ নেতা আশরাফ, রায়হান, জিকো, সুমন, আশিক, শেখ রাসেল, পল্লব শীল মিশু, ওসমান গনি, ফয়সালসহ আরও অনেকেই।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে।
বিডি প্রতিদিন/ফারজানা