ওমান-ঢাকা রুটে বাংলাদেশ এয়ারলাইন্সের বড় ফ্লাইট চালুর দাবি জানিয়েছে মিরসরাই সমিতি ওমান। এর আগে চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে একই দাবি জানানো হয়। সমিতির পাক্ষিক সভা থেকে এ দাবি জানানো হয়।
মিরসরাই সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি লিডার মো রিয়াদ বলেন, মরদেহ ও অসুস্থ যাত্রী পরিবহন এবং অন্যান্য জটিলতা নিরসনে অবিলম্বে ওমানের মাস্কাট রুটে বাংলাদেশ বিমানের বড় উড়োজাহাজ চালুর দাবি জানাচ্ছি। এ দাবি শুধু আমার নয় এখানে বসবাসরত প্রায় আট লাখ ওমান প্রবাসীর দাবি বলে তিনি জানান।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে এ রুটে বিমানের বড় ফ্লাইট বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে পরেছেন ওমান প্রবাসী বাংলাদেশিরা। বড় উড়োজাহাজ সঙ্কট ও বিমান কর্মকর্তা-কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণে বাংলাদেশ বিমান মাস্কাট রুটের যাত্রীও হাড়াচ্ছে।
ছোট উড়োজাহাজের জন্য বেসরকারি বিমানসংস্থা দু’টির সবযাত্রী পরিবহনের সক্ষমতা নেই। তাই বিদেশি বিমান সংস্থাগুলো লুফে নিচ্ছে সেই সুযোগ। এতে করে সরকার হারাচ্ছে রাজস্ব আর সাধারণ প্রবাসীরা বঞ্চিত হচ্ছে প্রাপ্য সেবা থেকে। তাই দ্রুততার সাথে এই রুটে বড় ফ্লাইট চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করে মিরসরাই সমিতি ওমান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন