বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেছে যুক্তরাজ্য বিএনপি।
শুক্রবার যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচলনায় পূর্ব লন্ডনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়।
একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
উক্ত সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি মুজিবুর রহমান, লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম, যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, জাসাসের সভাপতি এমাদুর রহমান, আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মো: মাহবুবুল আলম, তরিকুল ইসলাম, হুমায়ুন কবির, শরীফ মোহাম্মদ করিম, সাইফুল ইসলাম, মোহাম্মদ শামীম পারভেজ জুয়েল, মোঃ মিলন, হোসেন ইমাম তৌফিক, মারুফ হোসাইন, মোঃ দেলোয়ার হোসাইন, মোহাম্মদ তারেক ইকবাল, মো: সাব্বির হোসাইন, মোহাম্মদ ওমর ফারুক, রাজু আহমেদ, মোঃ ইমরান হোসেন, আব্দুস সামাদ, রুবেল আহমেদ, জাকির হোসেন, সামিউজ্জামান সিদ্দীকি, মোহাম্মদ মাসউদুল হাসান, হাবিবুর রহমান, মুহাম্মাদ মুজাহিদ খালিদ, আব্দুল আলীম, মোঃ মহিন উদ্দিন, আশিকুল ইসলাম, জামাল মিয়া, এম এ শামীম, কাজী ফয়সাল আহমেদ, রুয়েল মিয়া, দেলোয়ার হুসাইন, আলী শাহজদা, তানবীন আহমেদ, এডভোকেট এনাম আসগর, নজরুল ইসলাম, রাকিব উদ্দিন, কাইসার আহমেদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন