কাতারে সিলেট ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল দোহার আল-তোমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট চুনারুঘাট ও রানার্স আপ হয় চিটাগাং সুপার স্টার। টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করে।
ফাইনাল ম্যাচে মুসলে মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাতারস্থ জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি কফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবে কাতারের সভাপতি ইকবাল আহমেদ রনি, কাতার ক্রিকেট আসোসিয়েশনের প্রধান নির্বাহী মো. আমিনুল ইসলাম।
তুষার আহমেদের সঞ্চালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন সিলেট ফ্রেন্ডস ক্লাবের সকল সদস্যবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন, আহমেদ মালেক, ওবায়দুল রহমান তালুকদার, হাফিজ উদ্দিন আহমেদ, আফজালুল রহমান নান্নু, সুমন আহমেদ, সিরাজুল ইসলাম সেবুল,আমিনুল ইসলামসহ আরও অনেকেই।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন