কাতারে ফ্রান্স লিমোজিনের প্রথম বর্ষপূর্তি উদযাপনে বার্ষিক বনভোজন করা হয়েছে। গত শনিবার আল-খোর পারপল আইল্যান্ডে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।
কোম্পানির সকল ড্রাইভার, কর্ণধার ও অতিথিবৃন্দরা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রাখেন। আলোচনায় অংশ নেন ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম খান, ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, রুবেল আহমেদ, গোলাম মাওলা হাজারী, জিলানী আহমেসহ অন্যান্যরা।
তারা বলেন, প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশি এই প্রতিষ্ঠানটি। এই ধারা অব্যাহত রেখে আগামীতে প্রশিক্ষণের মাধ্যমে লোকবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন।
বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিডি প্রতিদিন/ফারজানা