জেলহত্যা দিবস উপলক্ষে বাহরাইনে আলোচনা ও দোয়া মাহফিল করেছে বাহরাইনস্থ জাতীয় শ্রমিকলীগ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্থানীয় মানামায় একটি হোটেলে স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় এ কর্মসূচি পালিত হয়।
আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহম্মদ আলী ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের বাহরাইন শাখার সভাপতি অভিনাশ পাল, প্রধান বক্তা ছিলেন সরফ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি মারুফ হোসেন চান মিয়া, সহ-সভাপতি কাজী রিয়াজ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিঞ্চু পদদেব, যুগ্ম সম্পাদক হিরন আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুমন, সঞ্জয় দেবনাথ, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রচার সম্পাদক রাজু আহম্মেদ। এছাড়া বক্তব্য রাখেন প্রচার সম্পাদক জগবিন্ধু দাস, মানামা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আশিক মাতব্বর, সোহাগ মোল্লাসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম