ফ্রান্সের জাতীয় সংসদ সদস্য ও ফ্রান্স-বাংলাদেশ ফ্রেন্ডশীপ গ্রুপের প্রেসিডেন্ট ম্যাডাম ডানিয়েল অবন্য'র সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রবাসীদের সামাজিক সেবা সংঘঠন কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) নেতাকর্মীরা।
ফ্রান্সের জাতীয় সংসদের অভ্যন্তরে একটি কনফারেন্স হলে বিসিএফের ডেলিগেশন চিফ নয়ন কিয়াংয়ের নেতৃত্বে পঁচিশ সদস্যের এক প্রতিনিধি দল এ সময়ে প্রবাসী বাংলাদেশিদের বিবিধ সমস্যা ও এর সমাধানে করণীয় কি হতে পারে এই বিষয়ে আলোচনা করেন।
আলোচনায় বিভিন্ন সময়ে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা ভিনদেশী দুষ্কৃতকারীদের দ্বারা হামলা, চুরি, ছিনতাই শিকার হয়েছেন তার বিস্তারিত বিররণ, তথ্য উপাত্ত ও ছবিসহ উপস্থাপন করা হয়। এছাড়া ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের দেশ থেকে পরিবার আনার ক্ষেত্রে নানা জটিলতা, দীর্ঘসূত্রিতা বিষয়ে ও অবহিত করা হয়।
বিসিএফ'র পক্ষ থেকে শিল্প সংস্কৃতির রাজধানী প্যারিসে একটি স্থায়ী শহীদ মিনার স্থাপনের লিখিত আবেদন করা হয়, যেখানে জাতীয় দিবসে ৫২ এর রাষ্ট্রভাষা আন্দোলনে শহীদদের একুশের চেতনার প্রতীক রূপে ফুল দিয়ে স্মরণ করা যায়।
আলোচনায় অংশগ্রহণ করেন বিসিএফ'র প্রধান নির্বাহী এমডি নূর, আকাশ মোহাম্মদ হেলাল, তুহিনা আক্তার রিমা, সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল, সাংবাদিক আব্দুল মোমিত রোমেল, মোজাম্মেল হোসেন, তারেক আজিজ, আব্দুল কাদের, মোহনা খান, আব্দুস সাত্তার, জেমি মাসুদ, সাংবাদিক নুরুল আলম মাসুম প্রমুখ ।
ম্যাডাম ডানিয়েল অবন্য আন্তরিকতার সঙ্গে বাংলাদেশি ডেলিগেট টিমকে দীর্ঘক্ষণ সময় দিয়ে তাদের বক্তব্যগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং সেগুলোর সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিডি প্রতিদিন/আরাফাত