উৎসবমূখর পরিবেশে তুরস্কের আংকারাতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে।
২১ নভেম্বর আংকারাস্থ মেট্রোপলিটন হোটেলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তুরস্কের বিমান বাহিনী প্রধান জেনারেল হাসান কুচক আকিউচ।
অন্যান্যদের মধ্যে টার্কিশ বিমান বাহিনী চীফ অব স্টাফ লে. জেনা. ইসমাইল গুনেকায়া, টার্কিশ চীফ অব জেনারেল স্টাফ অফিসের চীফ অব লজিস্টিক সহ সামরিক বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও, উক্ত অনুষ্ঠানে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, তুরস্কে কর্মরত বিভিন্ন দেশের প্রতিরক্ষা উপদেষ্টাবৃন্দ, তুরস্ক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ থেকে তুরস্কে আগত প্রতিনিধিবৃন্দ, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর থেকে আগত কর্মকর্তা, বাংলাদেশ অডিট বোর্ডেও কর্মকতা, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় থেকে আগত কর্মকতা, কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষাবিদ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যগণ, বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা/কর্মচারিগণ এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ও তুরস্কের জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অতঃপর অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. তারিকুল আলম, এনডিসি, পিএসসি তার সূচনা বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপণ করে বক্তব্য প্রদান করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন