কাতারে হৃদরোগে আক্রান্ত হয়ে ইকবাল হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। গত শুক্রবার রাজধানী দোহার নিজ রুমে মৃত্যুবরণ করেন তিনি। ভাগ্য পরিবর্তনের আশায় মাত্র একবছর পূর্বে কাতারে পাড়ি জমিয়েছিলেন তিনি।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যাথা ওঠে ইকবালের। অন্যান্য রুমমেটরা হাসপাতালে নেওয়ার জন্য এম্বুলেন্স আনার আগে নিজ রুমে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই বাংলাদেশি। বর্তমানে তার মরদেহ হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কাজী মোহাম্মদ ইকবাল ঢাকার উত্তর বাসাবোর কাজী নুরুল ইসলামের ছেলে। মরদেহ দ্রুত দেশে পাঠাতে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির সার্বিক সহযোগিতা চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ