ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউরোপ প্রবাসী বাঙালিরা। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, ইউরোপে আওয়ামী লীগের রাজনীতিতে তিনি অনেক বড় ভূমিকা রেখে গেছেন। তিনি ছিলেন অতি বিনয়ী ও দূরদৃষ্টিসম্পন্ন।
তারা আরও বলেন, ইউরোপে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে তার স্বর্ণালী অবস্থান বিস্মৃত হওয়ার নয়। সংগঠনের জন্য বেনজির আহমেদ সেলিমের অবদান আমাদের চিরকাল উজ্জীবিত করবে। তার এই অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন