সামনের বছরের নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে জর্জিয়া রাজ্যের সিনেট ডিস্ট্রিক্ট -৪৮ থেকে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন দৌড়ে অবতীর্ণ হয়েছেন বাংলাদেশি আমেরিকান জসিম উদ্দিন।
বাংলাদেশি অধ্যুষিত আটলান্টা সংলগ্ন জোন্স ক্রিক সিটির রোটারী ক্লাবের চেয়ারম্যান জসিম উদ্দিন ওরফে জোস উদ্দিনের মূলধারায় বিদ্যমান কানেকশনকে পুঁজি করেই মাঠে নামার ঘোষণা দিয়েছেন। ঢাকা শহরে বেড়ে ওঠা জসিম যুক্তরাষ্ট্রে আসেন আশির দশকে। এরপর থেকেই যুক্তরাষ্ট্রে মাথা উঁচু করে দাঁড়াতে জর্জিয়া স্টেট বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশি কমিউনিটির সামাজিক সাংস্কৃতিক পরিমন্ডলে নিজেকে সম্পৃক্ত করেছেন। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পথ বেয়ে ফোবানার চেয়ারম্যানের দায়িত্বেও ছিলেন কিছুকাল। পেশাগতভাবে তিনি ইন্স্যুরেন্স ব্যবসায়ী।
এদিকে জর্জিয়া অঙ্গরাজ্যে গত নির্বাচনে সিনেট ডিস্ট্রিক্ট-৫ থেকে প্রথম বাংলাদেশি হিসেবে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নে শেখ রহমান চন্দন ইতিহাস রচনা করেছেন এবং এবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।
এছাড়া এবছর গত কয়েকদিনের ব্যবধানে আরও তিন ডেমোক্র্যাট বাংলাদেশি রশিদ মালিক ও নতুন প্রজন্মের নাবিলা ইসলাম কংগ্রেস নির্বাচনে জর্জিয়া ডিসট্রিক্ট-৭ থেকে এবং জাহাঙ্গীর হোসেন জর্জিয়া স্টেট সিনেট-৪১ আসন থেকে আসন্ন নির্বাচনের নিজ নিজ প্রার্থিতার ঘোষণা দিয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন