স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত হতে যাওয়া ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদ্রিদে শেখ হাসিনার আগমন উপলক্ষে করণীয় বিষয় নিয়ে ছাত্রলীগ স্পেন শাখা প্রস্তুতি সভা করেছে।
সোমবার (২৫ নভেম্বর) মাদ্রিদের স্থানীয় মেহমান খানা রেস্তোরাঁয় আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগ স্পেন শাখার সাবেক সভাপতি ইসমাইল হোসেন রায়হান।
ছাত্রলীগ নেতা আব্দুন নূর নীরবের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- শফিকুন নূর, কাওসার আহমেদ টুটুল, সাদেক লস্কর, মকবুল, মো. রাজীব, মো. শায়েক, রাজু আহমেদ, শুভ্রত শুভ, মাছুম শেখ, মো. সাগর, সাব্বির প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইসমাইল হোসাইন রায়হান বলেন, বিশ্ব মানবতার নেতা হিসেবে পরিচিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে মাদ্রিদ আসছেন। মাদ্রিদ বিমানবন্দরে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, আগামী ২-১৩ ডিসেম্বর মাদ্রিদের আন্তর্জাতিক সম্মেলন স্থল ‘ফেরিয়া দে মাদ্রিদ’-এ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ২৫) অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনে যোগ দিতে মাদ্রিদে পৌঁছবেন ১ ডিসেম্বর। ৩ ডিসেম্বর বাংলাদেশের উদ্দেশে আবার যাত্রা করবেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম