ওআইসি’র (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) এর সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে সংস্থার সদর দফতর জেদ্দায়। নেওয়া হয়েছে ৪ দিন ব্যাপী নানা কর্মসূচি। ২৫ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সদস্য দেশগুলোর অংশগ্রহণে গতকাল (বৃহস্পতিবার) থেকে সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে ‘ওআইসি আন্তর্জাতিক সুফি সম্মেলন ২০১৯’। ২৫ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলা এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পারভেজ সাজ্জাদের ব্যান্ড ‘সুফিয়ানা’। সম্মেলনে ‘সুফিয়ানা’ ছাড়াও বিশ্বের প্রায় ৫০টি দেশের শিল্পী অংশগ্রহণ করে।
পারভেজ ছাড়াও তাঁর ব্যান্ডে রয়েছেন মিঠুন, শুভ, আল আমিন, বাবু, মোবারক, অনির্বাণ ও নবীন।
তবে সুফিয়ানার পরিবেশনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনুষ্ঠানে আগত প্রবাসী বাংলাদেশিরা। আগামী এ জাতীয় অনুষ্ঠানে গান করার আগে স্থানীয় দর্শকদের চাহিদা মাথায় রাখা উচিৎ বলে মত তাদের।
বিডি প্রতিদিন/হিমেল