মালয়েশিয়া আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে রাজধানী কুয়ালালামপুরের হোটেল গ্র্যান্ড কন্টিনেন্টাল এর বলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজা।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তৃতা করেন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক অহিদূর রহমান মজুমদার, রাশেদ বাদল, আব্দুল হামিদ জাকারিয়া, এ কামাল হোসেন চৌধুরী, হুমায়ুন কবির, নূর মোহাম্মদ ভূঁইয়া, হুমায়ুন কবির আমির, কবি আলমগীর হোসেন, প্রকৌশলী মো. রাহাদ উজ্জামান, প্রদীপ কুমার, শাখাওয়াত হোসেন, আব্দুল বাতেন, লিটন দেওয়ান আজিজ, ফারুক হোসেন অভি, শওকত, আলীউর রহমান অলি, আমীন, মেহবুব সুমনসহ আরও অনেকে।
এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। তারা হলেন, নিলাই সভাপতি শাখা রানা ফকির, কেপং শাখা সভাপতি চান মিয়া, বুকিত বিনতাং শাখা সভাপতি লাল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কেমেরুন আইল্যান্ড সভাপতি বিল্লাল মাহমুদ, পিঁজে শাখা সহ-সভাপতি বিল্লাল, পিজে শাখা সাধারণ সম্পাদক ইমাম হোসেন, রাওয়াং শাখা সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিগাম্বুট শাখা সাধারণ সম্পাদক জাকির হোসেন, কেপং শাখা সাধারণ সম্পাদক কামাল হোসেন, পাংসাপূরী শাখার মকবুল হোসেন, বাতুকেভস শাখার খোকন কর্মকার, কাজাং শাখার রঞ্জন ভৌমিকসহ অন্যান্য শাখা কমিটির নেতৃবৃন্দ।
সভায় সংগঠনকে ঢেলে সাজানো, অনিয়মিত নেতৃত্ব নিয়ে আলোচনা, সকল শাখা কমিটিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন কর্মী সংগ্রহসহ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সভা শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন