গ্রীসের রাজধানী এথেন্সে বাংলাদেশিদের চাহিদা পূরণে দেশিয় সামগ্রী নিয়ে 'বাংলা বুটিক হাউজ'র উদ্বোধন করেছেন গ্রীসে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। রবিবার বিকাল ৪ টার সময় নারী উদ্যোক্তা হাসিনা সুলতানা নীলার উদ্যোগে এ আয়োজন করা হয়।
আঞ্জুমান আরা বিউটির পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের স্ত্রী মিসেস শায়লা পারভিন, দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ খালেদ, ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরী, প্রথম সচিব সুজন দেবনাথ, গ্রীস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, বৃহত্তর ঢাকা পরিষদ ইন গ্রীসের সভাপতি হাজী মোঃ মোক্তার হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী জহির ডাকুয়া,
বৃহত্তর ফরিদপুর ফেডারেশন ইন গ্রীসের সভাপতি আবিদ হানজালা, বাংলা গ্রিক এডুকেশন সেন্টারের প্রতিষ্ঠাতা সদস্য দাদন মৃধা, যুবলীগের আহবায়ক কামরুল হাসান, যুগ্ম আহবায়ক রাসেল মিয়া, বিশিষ্ট ব্যাবসায়ী নান্নু ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মুশফিকুর রহমান ভূঁইয়া, নারী উদ্যোক্তা নাসিমা আক্তার সরকার, নুরুন্নাহার বেগম, শেখ শাহিন আক্তার, দিনা উম্মে হাবিব, মিলি আলম, হ্যাপী আক্তার, আমেনা আক্তার রিনা, দোয়েল সাংস্কৃতিক সংগঠন ইন গ্রীসের নেতৃবৃন্দ, ইউরো বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের জনসাধারণ।
বিডি প্রতিদিন/হিমেল