সদ্য প্রয়াত অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, বিএনপির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার স্মরণে এক সভা এবং দোয়া মাহফিল রবিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি হলে অনুষ্ঠিত হয়। আয়োজন করে ‘প্রবাসী বাংলাদেশী নাগরিক সমাজ’।
সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক আতিকুর রহমান সালু এবং সঞ্চালনায় ছিলেন ডা. ওয়াজেদ এ খান।
খোকার প্রতি গভীর শ্রদ্ধা এবং তার আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন প্রয়াত খোকার কন্যা সারিকা সাদেক, খোকার বোন মাজেদা হোসেন, প্রবীণ সাংবাদিক মনজুর আহমদ, বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নজমুল আহসান, সাংবাদিক মঈনুদ্দীন নাসের, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক কন্ঠশিল্পী বেবি নাজনীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি ও বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বিএনপিপন্থি বুদ্ধিজীবী ড. শওকত আলী, খন্দকার ফরহাদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন খান, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট আলী ইমাম শিকদার, এডভোকেট মজিবুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম উদ্দিন ভূইয়া, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূইয়া মিল্টন, হেলাল উদ্দিন এবং কাজী শাখাওয়াত হোসেন আজম, ছাত্রদলের সাবেক নেতা মোশাররফ হোসেন সবুজ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ, খন্দকার ফরহাদ, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, মুফতি মোহাম্মদ ইসমাইল, জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক গোলাম এম হায়দার মুকুট, নিউইয়র্ক মহানগর বিএনপি সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি শেখ হায়দার আলী প্রমুখ।
অনুষ্ঠানে খোকার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় মাওলানা আবু জাফর বেগ। বিশিষ্টজনদের মধ্যে ছিলেন জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারি মঞ্জুর আহমেদ চৌধুরী।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন