যথাযোগ্য মর্যাদায় অস্ট্রেলিয়াতে পালিত হয়েছে মহান বিজয় দিবস। বাংলাদেশ কনস্যুলেট সিডনিসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন ও স্কুল-কলেজ পৃথকভাবে বিজয় দিবস উদযাপন করে।
বাংলাদেশ কনস্যুলেট সিডনির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও অস্ট্রেলিয়ায় অবস্থান করা মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় সভায় উপস্থিত সকলের উদ্দেশে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আইনজীবী সিরাজুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক পি এস চুন্নুর সঞ্চালনায় বিজয় দিবসের গুরুত্বের উপর বক্তব্য রাখেন আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখা, ছাত্রলীগ অস্ট্রেলিয়া, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি : এক আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে ‘বিজয় দিবস’ ভিবিসিএফ প্রাঙ্গণে পালন করে ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি। ‘ওয়েস্টার্ন রিজিয়ন বাংলা স্কুল’ এর শিক্ষার্থী এবং ‘প্রবাসধ্বনি’র শিল্পীদের গান, চিত্রাঙ্কন, আবৃত্তি ও বক্তব্যদানই ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। সবশেষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অস্ট্রেলিয়া বাংলাদেশ ক্যালচারাল ইন ব্রিসবেন : অস্ট্রেলিয়া বাংলাদেশ ক্যালচারাল ইন ব্রিসবেন এর উদ্যোগে বিজয় মেলা ২০১৯ আয়োজন করা হয়। লাল সবুজের পাঞ্জাবি ও শাড়ি পরে বড়-ছোট সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পী আগুন এবং স্থানীয় শিল্পীদের দেশের গান এবং হরেক রকমের স্টলে বাংলাদেশি পণ্য পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা।
সিডনি ক্যাম্বেল টাউন বাংলা স্কুল : সিডনি ক্যাম্বেল টাউন বাংলা স্কুল এর উদ্যোগে জাঁকজমকভাবে পালন করা হয়েছে মহান বিজয় দিবস। স্থানীয় বাংলাদেশি কাউন্সিলর মাসুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপভোগ করেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতসহ দেশের বিভিন্ন গান, নৃত্য ও আবৃতি।
অস্ট্রেলিয়া আওয়ামী লীগ : অস্ট্রেলিয়া আওয়ামী লীগ এর উদ্যোগে মহান বিজয় দিবস এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা এনায়েতুর রহমান। তার এর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা. মিলটন হাসনাতসহ অঙ্গ সংগঠনের অন্যান্যরা।
অস্ট্রেলিয়া বিএনপি : অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক জর্জ।
বিডি-প্রতিদিন/শফিক