একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ হিন্দু ধর্মাবলম্বীদের আত্মার শান্তি এবং সেসব শহীদদের স্বীকৃতি দাবিতে ১৫ ডিসেম্বর রবিবার নিউইয়র্কে ‘গণশ্রাদ্ধ ৭১’ শিরোনামে একটি অনুষ্ঠান পালিত হয়েছে। জ্যাকসন হাইটস এর ওঁমশক্তি মন্দিরে প্রভাষ চক্রবর্তী এবং রঞ্জিত ভাদুরির নেতৃত্বে ২৭ জন ব্রাহ্মণ এতে অংশ নেন।
ধর্মীয় রীতি অনুযায়ী ১৮ অধ্যায় গীতা থেকে পাঠ করেন নিউইয়র্কের ১৮ জন গীতাপাঠক। এর অন্যতম ছিলেন সুশীল সাহা। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘গণপ্রার্থনা’। এ সময় মন্দির ভর্তি কয়েকশ’ মানুষ নীরবে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর যথারীতি কীর্তন ও ভজন সঙ্গীত চলে। সবশেষে উপস্থিত নেতৃবৃন্দ গণশ্রাদ্ধ নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানটির আয়োজন করেন ‘বাংলাদেশ হিন্দু কোয়ালিশন, ইউএসএ’। এতে সভাপতিত্ব করেন দীনেশ চন্দ্র মজুমদার। পরিচালনায় ছিলেন গোবিন্দ বানিয়া ও দীপক। সার্বিক সহযোগিতায় ছিলেন নিতাই বাগচী ও প্রকাশ গুপ্ত। দিনব্যাপী কর্মসূচিতে কমিউনিটির হিন্দু সম্প্রদায়ের বিশিষ্টজনদের মধ্যে ছিলেন অংশু বৈদ্য, সিতাংশু গুহ, অসিম দে শংকর, চন্দন সেনগুপ্ত, প্রিয়তোষ দে, দীপক দাস, উত্তম তাঁতী, ডা. প্রভাত দাস, নবেন্দু দত্ত , মধুসুদন নাথ, ভজন সরকার, ইঞ্জিনিয়ার সুভাষ মজুমদার, গৌরাঙ্গ কুণ্ডু, বিদ্যুৎ দাস, বিদ্যুৎ সরকার, দিলীপ নাথ, প্রভাস চক্রবতী, অবিনাশ আচার্য, সুভাস মজুমদার, সুশীল সিংহ, রন্জন ভট্টাচায্য, বিভাস মল্লিক, বিজয় মল্লিক, রথীন চৌধুরী, রনেশ চক্রবতী, রবীন্দ্র সরকার, গোপন সাহা, রাম দাস ঘরামি, শ্রীনাথ, মধুসুধন ভট্টাচার্য্য, সুমিত ভট্টাচার্য্য, দীপক চৌধুরী, ইঞ্জিনিয়ার রন্জিত সেন, আশীষ চৌধুরী, অমিত চৌধুরী, রাধেশ্যাম নাথ, পুলামা মজুমদার, হেনা আচার্য্য, বিপ্লব আচার্য্য, দ্বীজেন ভট্টাচার্য্য, প্রদীপ ভট্টাচার্য্য, বীনাপানি দে, উত্তম তাঁতী প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক