সিলেট ডায়নামিক ফেডারেশন মালয়েশিয়া শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এছাড়া সংগঠনটির ৫ম বার্ষিকী প্রতিনিধি নির্বাচন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানী কুয়ালালামপুর বাংসার এর একটি অভিজাত হোটেলে সোমবার রাত ১১ টায় এই বিজয় দিবস পালন ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
এনামুল হকের পরিচালনায় সৈয়দ এনামুল ইসলামের সভাপতিত্বে মাওলানা আশরাফুল আলমের কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন মালয়েশিয়ার সিনিয়র সহ-সভাপতি সোনাহর খান রশিদ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন, সহ-সভাপতি মহসিনুল কুদ্দুস, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া সিনিয়র সহ-সভাপতি আহমেদুল কবির, সিলেট ডায়নামিক ফেডারেশন মালয়েশিয়ার উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার কুতুবউদ্দিন, উপদেষ্টা ও নির্বাচক আতিকুর রহমান বেলাল ও মো. এনামুল হক, জালালাবাদ এসোসিয়েশন মালয়েশিয়ার কোষাধ্যক্ষ হাবিবুর রহমান পারুল, ভাই ব্রাদাস কমিউনিটির মালয়েশিয়ার সভাপতি মো. সৈকত ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোসব খান, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ মুমিন প্রমুখ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, মো. দিলোয়ার হুসাইন ( সিনিয়র সহ-সভাপতি) মো শাহ শাহীন ( সহ- সভাপতি) মোঃ উসমান গণী (সহ-সভাপতি), মোঃ মিজানুর রহমান মাসুম (সহ-সভাপতি),মো লায়েক আহমদ (যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমাদ উদ্দিন (যুগ্ন সাধারণ সম্পাদক) ইমরান আহমদ শিপন (যুগ্ম সাধারণ সম্পাদক) মো কাউসার আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক , মোঃ কলিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক মোঃ কৌশিক আহমেদ পাভেল সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জুবেদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হোসাইন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ তানভীর আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে দৈনিক জালালাবাদ পত্রিকায় পর পর তিনবার সেরা রিপোর্টিং এর স্বীকৃতি পাওয়ায় প্রবাসীদের পক্ষ থেকে বিডি প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শেখ আহমাদূল কবিরকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় ৫ম বার্ষিকী প্রতিনিধি নির্বাচন সম্মেলন উপলক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফলে আগামী ২ বছরের জন্য এনামুল হক সভাপতি ও লায়েক মিয়া সাধারণ সম্পাদক এবং কৌশিক আহমেদ পাভেল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক সম্পাদক জুনেদ আহমদ ধর্ম-বিষয়ক সম্পাদক মাওলানা মারুফ আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জুয়েল আহমদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট ডায়নামিক ফেডারেশন মালয়েশিয়া শাখার সদস্যবৃন্দ মোঃ আবু শহিদ, মোঃ আল-আমিন, মো: দিলোয়ার হোসেন লিপু, মো সুহেল আহমদ, মো ইয়াহিয়া আল মামুন, মোঃ মনসুর আহমদ কামালি প্রমুখ। পরে প্রবাসীদের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা জামাল উদ্দিন।
বিডি প্রতিদিন/হিমেল