হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে প্রদীপ হাতে রাস্তায় দাঁড়িয়ে একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে টরন্টোর লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা।
টরন্টো ফিল্ম ফোরামের আহ্বানে সাড়া দিয়ে শনিবার সন্ধ্যায় ডেনফোর্থের রাস্তায় তারা সমবেত হন। পরে তারা বাংলা টাউন হিসেবে পরিচিত ডেনফোর্থ এলাকায় প্রদীপ মিছিল করেন।
এই উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কবি ইকবাল হাসান, কথা সাহিত্যিক সাদ কামালী, উদীচী সভাপতি সুভাষ দাশ, রতন রায়, সাংবাদিক শেখ শাহনাওয়াজ, শহীদ ডা. মূর্তজা বশীরের কন্যা দূতী অরণী, আবৃত্তিকার আহমেদ হোসেন প্রমূখ।
উল্লেখ্য, টরন্টো ফিল্ম ফোরাম প্রতি বছরই শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রদীপ মিছিলের আয়োজন করে। টরন্টো ফিল্ম ফোরামের সদস্য ছাড়াও টরন্টোর বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এই প্রতিবাদে অংশ নেন ও প্রদীপ হাতে দাঁড়িয়ে ইতিহাসের এই জঘন্যতম হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান।
বিডি প্রতিদিন/হিমেল