দেশ থেকে দূরে থাকলেও হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাহরাইনে কেক কেটে বাংলাদেশের ৪৯তম বিজয় দিবস উদযাপন করেছেন জনকল্যাণ মূলক সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি।
সোমবার ১৬ ডিসেম্বর দেশটির রাজধানী মানামায় লিন্নাস মেডিকেল সেন্টার ভবনে সংগঠনের সম্মেলন কক্ষে স্থানীয় সময় রাত ৯টায় দিবসটি উপলক্ষে কেক কাটা ছাড়া ও বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচি পালন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াত দিয়ে শুরু করে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক জাতীয় সংগীত পরিবেশন ও জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সকল শহীদ ও দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
বর্ণাঢ্য এ সব আয়োজনের মধ্যে আরো ছিল মুক্তিযুদ্ধের চেতনায় কবিতা আবৃত্তি, বাংলাদেশ সৃষ্টির ইতিহাস সংবলিত একটি আলোক চিত্র প্রদর্শন। আয়োজক সংগঠনের আহবায়ক ও প্রবাসীদের পরামর্শক তাজ উদ্দিন সিকান্দারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সক্রিয় সংগঠক তুষার আহম্মদ।
এ সময় বিজয় দিবসের তাৎপর্য ও বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির বিভিন্ন দিক তুলে ধরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম ব্যক্তিত্ব আতিকুর রহমান, আব্দুল খালিক মানিক মিয়া, আব্দুল কায়েস আহমেদ, কায়সার আহমেদ, আব্দুল মমিন এছাড়া অন্যতম সক্রিয় সংগঠক একরামুল হক টিটু, কাউছার আহমেদ, মোঃ রতন, ওমর ফারুক, আরেফিন, বিল্লাল হোসেন, পারভেজ হোসেন, মোঃসুমন, মোঃ রোমন, দেবা, মাহির খান, বাচ্ছু মিয়া, তালহা, জাবেদ, কবিতা আবৃত্তি করেন মোঃতারেক।
এতে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম নাহিদ, ফাহিমা, নাদিয়া, সুমন প্রধান, রিপুল, বশির উদ্দিন, আল আমিন, জসিম উদ্দিন, সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ