পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য গভর্নর টম উলফ (Tom Wolf)-এর এশিয়া-প্যাসিফিক আমেরিকা সম্পর্কিত উপদেষ্টা কমিশনের মেম্বার করা হয়েছে বাংলাদেশি-আমেরিকান মোহাম্মদ এনাম চৌধুরীকে। ফিলাডেলফিয়ায় বসবাসরত এনাম চৌধুরী ডেমক্র্যাটিক পার্টির তৃণমূলের সংগঠক হিসেবে বিচক্ষণতার পরিচয় দেয়ায় রাজ্য গভর্নর দু’বছরের জন্য এই নিয়োগ দিয়েছেন।
৯ ডিসেম্বর অঙ্গরাজ্যের রাজধানী হেরিসবার্গে অনাড়ম্বর এক অনুষ্ঠানে গভর্নর উলফ এনাম চৌধুরীকে এই নিয়োগপত্র হস্তান্তর করেন। ১৯ ডিসেম্বর এনাম চৌধুরী এ সংবাদদাতাকে এসব তথ্য জানিয়ে বলেন, পেনসিলভেনিয়া রাজ্যে এশিয়ানদের সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে। বাংলাদেশি-আমেরিকানদের উদীয়মান কমিউনিটি হিসেবে রাজ্য প্রশাসন বিবেচনা করছে। সে আলোকেই আমাকে দু’বছরের জন্যে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
চট্টগ্রামের সন্তান এনাম চৌধুরী উল্লেখ করেন, আমার এই অর্জন সম্ভব হয়েছে কমিউনিটির সকলের সর্বাত্মক সহযোগিতায়। আমার এই প্রাপ্তির মধ্য দিয়ে নতুন প্রজন্ম উৎসাহিত হবে এবং কমিউনিটির নানাবিধ সমস্যা সমাধানের পথ ত্বরান্বিত হবে বলে আশা করছি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম