ফ্রান্সে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশিদের কলেবর। ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি, ক্রীড়া সব ক্ষেত্রে প্রবাসীরা ধীরে ধীরে তাদের অস্তিত্বের জানান দিচ্ছেন।
এরই ধারাবাহিকতায় প্যারিসে বাংলাদেশি ক্রীড়া প্রেমী তরুণরা গড়ে তুলেছে ‘বেঙ্গল টাইগার্স স্পোর্টিং ক্লাব’।
প্যারিসের ক্যাথসীমায় অবস্থিত আভেক রাব্বানীর অফিওরা সেন্টারে এ ক্লাবের সকল ক্রিকেটারদের উপস্থিতিতে ক্লাবের জার্সি উন্মোচন করেন রাজনীতিক ও কমিউনিটি ব্যক্তিত্ব এম এ তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এবং প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম এবং কমিউনিটি ব্যক্তিত্ব ও ক্লাবের উপদেষ্টা শাহাদাত হোসেন সাইফুল।
ফারুক শোয়েব ও সুজানুর রহমান পরিচালনায় জার্সি বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপদেষ্টা পরিষদের সদস্য নয়ন এনকে, তৃষ্ণা ডেকোরেটরের স্বত্বাধিকারী মিসেস তৃষ্ণা, বাংলা অটো ইকুলের চেয়ারম্যান হোসাইন সালাম রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব তুহিনা আকতার রীমা, কমিউনিটি ব্যক্তিত্ব ফারুক খান, বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিস সভাপতি আজিজুল হক সুমন, ফঁসে আভেক রাব্বানী (অফিওরা) পরিচালক কৌশিক রাব্বানী এবং ক্লাবের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, কোচ ও অধিনায়কসহ ক্লাবের সদস্যরা।
ক্লাবের প্রেসিডেন্ট আরিয়ান খান জানান, এই ক্লাব কেবল খেলাধুলা নয়, সামাজিক তথা কমিউনিটির কল্যাণেও ভূমিকা রাখবে।
ক্লাবের প্রধান উপদেষ্টা এবং পৃষ্ঠপোষক সাইফুল ইসলাম এবং আর্টিস্ট আন্ট’র স্বত্বাধিকারী শাহাদত হোসেন সাইফুল উভয়ই আশাবাদ ব্যক্ত করে বলেন, অচিরেই এই ক্লাবটি ফ্রান্সে প্রথম শ্রেণির ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করবে।
অনুষ্ঠানে ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন- আরিয়ান খান রাসেল (প্রেসিডেন্ট), ফারুক হোসেন শোয়েব (ভাইস প্রেসিডেন্ট), মাশিকুর রহমান (সেক্রেটারি), সেলিম (সহ সেক্রেটারি), অহিদুজ্জুমান সালমান (ট্রেজারার), সুজানুর রহমান (সহ ট্রেজারার), মাসুদ (অর্গানাইজিং সেক্রেটারি), শাহ আল ইমরান (সহ অর্গানাইজিং সেক্রেটারি),আনিকুর রহমান (কোচ কাম এক্সিকিউটিভ মেম্বার), রানা নাহিদ ( ক্যাপ্টেন কাম এক্সিকিউটিভ মেম্বার)।
ক্লাবের উপদেষ্টামন্ডলীরা হলেন শাহাদাত হোসেন সাইফুল, হোসাইন সালাম রহমান, এমডি নূর, ফারুক, স্বপন ভূঁইয়া, ফয়সাল মিয়া, হিরন, নাজমুল কবির ও নয়ন এনকে ।
অনুষ্ঠানে বক্তারা ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির প্রতি এই ক্লাবকে সহযোগিতার আহ্ববান জানিয়ে বলেন, ক্রিকেট ভালোবেসে এই ক্লাবকে সহায়তা করলে ক্রিকেটাররা অনুপ্রাণিত হবেন। পাশাপাশি ফ্রান্সে বাংলাদেশের মুখ উজ্জ্ল হবে। পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের হাতে জার্সি তুলে দেন।
বিডি প্রতিদিন/কালাম