বিদেশে থেকে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশ সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) সম্মাননা পেলেন তৌফিকউজ্জামান পলাশ। গত ১৯ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন তিনি।
দীর্ঘ ১০ বছর মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও ইউরোপে ব্যবসা করছেন ব্রাহ্মণবাড়িয়ার ছেলে তৌফিকউজ্জামান পলাশ। বসবাস করেন ওমানে। বিদেশে ব্যবসার সুবাদে প্রতিবছর রেমিটেন্স পাঠান। এবার সরকার কর্তৃক সেই সম্মাননাও পেলেন তিনি। ২০১৫-১৬ অর্থ-বছরের জন্য তিনি এ সম্মাননা অর্জন করেন। এবারে সম্মাননাপ্রাপ্ত বিদেশে বসবাসকারী ব্যবসায়ীদের মধ্যে সর্বকনিষ্ঠ সিআইপি তিনি।
বিডি-প্রতিদিন/মাহবুব