আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতি এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ ফ্রান্স শাখার নেতৃবৃন্দ। রাজধানী প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে ফ্রান্স আওয়ামী লীগ নেতৃবৃন্দ একটি সভায় এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এ শহিদ তাহেরের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন কয়েছের পরিচলনায় এসময় বক্তব্য রাখেন সহ-সভাপতি সৈয়দ ফয়ছল ইকবাল, সুনাম উদ্দিন খালেক, শাহজান শাহি, শুভ্রত ভট্টাচার্য শুভ, হাজী হারুনুর রশিদ, উপদেষ্টা মনু মিয়া, যুগ্ম সম্পাদক রানা চৌধুরী, মাসুদ হায়দার, এমদাদুল হক স্বপন, ফয়ছল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শেলু, আলী হোসেন, শওকত খান বিপ্লব, যোগাযোগ বিষয়ক সম্পাদক হাসান আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহিন আরমান চৌধুরী, প্রকাশনা সম্পাদক পারভেজ রশিদ খান, নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ আলম মায়া ও সদস্য শহিদ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ আনন্দে উৎফুল্ল হয়ে একে-অপরকে মিষ্টিমুখ করান। এসময় নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন,তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং তার সহযোদ্ধা হিসেবে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন ওবায়দুল কাদের।
বিডি-প্রতিদিন/শফিক