বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ বাংলা শাখার বায়োলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর শিক্ষক ইদ্রিসুর রহমান আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর পৌনে ১টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার দেশের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
স্কুলের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার স্কুলের একটি নিয়মিত মিটিং চলছিলো, মিটিং চলাকালীন হঠাৎ করে মাটিতে পড়ে যান ইদ্রিসুর রহমান। তাৎক্ষণিক সেমুসি হাসপাতাল নেয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে ইদ্রিসুর রহমানের লাশ এই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গত পাঁচ বছর যাবত তিনি রিয়াদ বাংলা স্কুলে শিক্ষকতা করে আসছিলেন। গত ২০ ডিসেম্বর রিয়াদ দূতাবাস আয়োজিত মহান বিজয় দিবসের অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার গ্রহণ করেছিলেন ইদ্রিসুর রহমান।
বিডি-প্রতিদিন/শফিক