যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে বেলজিয়াম শাখা আওয়ামী লীগ। এ উপলক্ষে গতকাল বুধবার স্থানীয় একটি হলে এক আলোচনা সভা আয়োজন করা হয়। বেলজিয়াম আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিধান দেবের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান খানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়েছে।
এ সময় বক্তব্য দেন সহ-সভাপতি নিরঞ্জন রায়, সহ-সভাপতি হুমায়ুন মাকসুদ হিমু, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ফিরোজ আহামেদ বাবুল, মর্তুজা রানা, মহিলা সম্পাদিকা রাবেয়া জামান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইমরান আলী, ইস্রাফিল হক, সদস্য হাছান আল মাসুদ, হ্যান্ড টু হ্যান্ড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গোলাম জিলানি, মোহাম্মদ নুরুদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট তারিখে শাহাদত বরণকারী সকল শহীদ এবং জাতীয় চার নেতাসহ দেশ-জাতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক