প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত সকলের এবং বাহরাইন প্রবাসী অন্য সব বাংলাদেশিদের কল্যাণে গঠিত বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬-ডিসেম্বর) স্থানীয় সময় ৬টায় দেশটির রাজধানী মানামায় লিন্নাস মেডিকেল সেন্টার ভবনে নানা আয়োজন ও জাঁকজমক পরিবেশে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমান।
এসময় প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের উঞ্চ অভ্যর্থনার মাধ্যমে বরণ করেন আয়োজক প্রতিষ্ঠানের সকল সদস্য ও নেতা।বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি বাহরাইনের আহবায়ক ও প্রবাসীর পরামর্শক তাজউদ্দিন সিকান্দারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন তুষার আহম্মদ। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আলআহলি ইউনাইটেড ব্যাংকের প্রধান নির্বাহী বাংলাদেশি বংশোদ্ভূত শাফকাত আনোয়ার, আর্কেফিটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম এ মুইজ চৌধুরী, বিশিষ্ট আইনজীবী বাহরাইনের নাগরীক মোসা. সীমা, বাহরাইন আইনশৃংখলা বাহিনীর কর্মরত বাহরাইনের নাগরিক আনোয়ার, ভারতীয় কমিউনিটির মানবাধিকার ও সমাজকর্মী তাম্বি, বাহরাইনে বাংলাদেশ সমাজের ভারপ্রাপ্ত সভাপতি ও স্কুল পরিচালনা পর্ষদের পরিচালক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি মাজহারুল ইসলাম বাবু, লিন্নাস মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ও ওয়েলফেয়ার কমিউনিটির দাতা সদস্য (ডোনার) মোহাম্মদ জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের দাতা সদস্য মো. আরিফ, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি কায়েস আহম্মেদ, বাহরাইনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর আহম্মদ, সুনামগঞ্জ জেলা পরিষদের সভাপতি আব্দুল খালিক মানিক মিয়া, প্রথম আলোর বাহরাইন প্রতিনিধি বশির আহম্মদ, এনটিভির প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন, একুশে টিভির প্রতিনিধি নাজির আহম্মেদ ও আব্দুল করিম।
এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের দাতা সদস্য(ডোনার) বাহরাইনের নাগরিক বাংলাদেশি বংশোদ্ভূত সামছুল হক, বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল মমিন, ওরিসা কন্টাক্টটিং কোম্পানির চেয়ারম্যান আলা উদ্দিন আহম্মেদ, ব্যবস্থাপনা পরিচালক কামাল আহম্মেদ, মহিউদ্দিন, আব্দুল করিমসহ ওয়েলফেয়ার কমিউনিটির সকল সদস্য ও সকল শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির লক্ষ উদ্দেশ্য ও বাস্তব কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ইতিমধ্যে ওয়েলফেয়ার কমিউনিটির বেশ কতগুলো সামাজিক কার্যক্রম আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ কাজগুলো দূতাবাসের নয় কিন্তু এ কাজগুলো বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি করছে। এটি একটি ভালো উদ্যোগ। তবে সততা, একতা ও নীতিসহ আরো বেশ কয়টি বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তারা।
আহবায়ক ও প্রবাসীর পরামর্শকরা বলেন, এ ওয়েলফেয়ার কমিউনিটি শুধু বাহরাইন নয় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে এটি। এতে আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করি। বিগত কয়েক মাস পূর্বে কিছু সংখ্যক বাংলাদেশিদের নিয়ে বাহরাইনে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায়, বাহরাইনের বাজারে বাংলাদেশি ব্যাবসার প্রসার করা ও বাংলাদেশিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পথচলা এ সংগঠনটির। এতে পর্যায়ক্রমে অর্থনীতিবিদ, শিক্ষক, প্রকৌশলী, আইনজীবী, ডাক্তার, সাংবাদিক, ব্যাবসায়ী, কবি, সাহিত্যিক, সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশ গ্রহণে ইতিমধ্যে সংগঠনটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের পূর্ণরুপ নিচ্ছে। এর বাজ মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা গড়ে তোলা। বাহরাইন সরকারের আইনগুলো মেনে চলতে পরামর্শ দেয়া, পাসপোর্ট, ভিসা সংক্রান্ত জটিলতাসহ সব ধরনের সমস্যা ও মামলায় স্বল্প ব্যয়ে আইনি সহায়তা দেয়া হবে। বেকারত্ব দূরীকরণ আবার শ্রমিক সংকট নিরসনে সহায়তা করা। অনাদায়ী বেতন আদায়ে সহায়তা করা। অসুস্থ ও বিভিন্ন দুর্ঘটনায় আক্রান্তদের সহযোগিতা দিতে তাদের পাশে থাকা। স্বাস্থ্য, বাসস্থান ও নিরাপত্তা বিষয়ে সচেতনমূলক পরামর্শ প্রদান। বিনামূল্যে স্বাস্থ্যসেবা। দু’দেশের জাতীয় দিবসসমূহ যথাযথ মর্যাদায় পালন করা। প্রবাসীদের মনোবল বিকাশে নানা রকমের খেলাধুলা ও বিনোদনের ব্যাবস্থা করা। বাহরাইনের বিভিন্ন থানা, জেলখানা ও হাসপাতাল পরিদর্শন করা এবং নিজ দেশের শ্রমিকদের খোঁজ-খবর রাখা। সব মিলিয়ে নিজের উপকার ও অন্যের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান প্রতিষ্ঠানের আহবায়ক তাজ উদ্দিন সিকান্দার।
বিডি-প্রতিদিন/শফিক