সিডনিতে ২৮ ডিসেম্বর দুপুরে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি (এফ এন্ড এফ) কালচারাল ক্লাব ম্যাকুরি ফিল্ডস্থ ড্রিম কটেজে ইংরেজি বর্ষ বিদায় উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। পূরবী পারমিতার উপস্থাপনায় ও ইভানার সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান শুরুর পর শুভেচ্ছা বক্তব্য দেন এফ এন্ড এফ কালচারাল ক্লাবের অন্যতম উদ্যোক্তা, স্বপ্ন ব্যান্ডের দলনেতা ও ভোকালিস্ট মিঠু।
মূল অনুষ্ঠান শুরু হয় ছোট্ট সোনামণি মুন, পৃথিবী, আরিবা, ইশান, শায়ান এর গান ও কবিতা আবৃতি দিয়ে। বড়দের পরিবেশনায় গান ও নাচে অংশ নেন স্মিতা, আমরিন, নিলুফা, ইভানা, রুবা, দিবিয়া, মিঠু, সুজন, মামুন, রুহুল, রোখসানা, আনিস প্রমুখ। সার্বক্ষণিক ও মঞ্চ ও যন্ত্র সঙ্গীতে সহায়তা করেছেন সুজন, দিবিয়া, জনি ও শিপ্লু।
অতিথি ছিলেন কাউন্সিলর মাসুদ চৌধুরী ও কাউন্সিলর শাহে জামান টিটু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনাম হক, কাজী আরমান, আবু তারিক, মিউজিক বিডি ডট কম ডট এইউ এর সত্ত্বাধিকারী আরিফুর রহমান প্রমুখ। এফ এন্ড এফ কালচারাল ক্লাবের অন্যতম উদ্যোক্তা ইভানার সার্বিক ব্যবস্থাপনায় এনি, তান্নি এবং স্বর্ণার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে হরেক রকমের সুস্বাদু খাবার ও মিষ্টি পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বাচ্চাদের খেলার জন্য জাম্পিং ক্যাসেলেরও ব্যবস্থা ছিল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ