পর্তুগাল বিএনপির আয়জনে লিসবনের বাঙালি অধ্যুষিত মাতৃ মনিজের ফুড গার্ডেন রেষ্টুরেন্টের হল রুমে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার স্থানীয় সময় রাত ৯টায় পর্তুগাল বিএনপির সভাপতি অলিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক ইউছুফ তালুকদারের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম সিকদার। এছাড়াও সভায় বক্তব্যে রাখেন মাতৃ মনিজ মসজিদের সেক্রেটারি সাজিদুল আলম, পর্তুগাল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমির সোহেল, হাওলাদার উদ্দিন জয়, মুকিতুর রহমান চৌধুরী সেলিম, সাইফুল ইসলাম, আবু নায়েম মোহাম্মদ আবদুল্লা, সাইফুল আলম খোকন, বেলাল, কাইসল আহমদ, মিলন আহমেদ, এম .কে .নাসির উদ্দিন, মামুন চৌধুরী, নাসির ঊদ্দিন সামী, আকসামুল ইসলাম প্রমুখ।
এছাড়াও আলোচনা সভার শুরুতে লিসবন শিল্পীগোষ্ঠীর পরিচালনায় দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও মুক্তিযুদ্ধের নিহত সকল শহীদসহ দেশের শান্তি এবং সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল