জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ মঙ্গলবার।
এবার ৯টি সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে ২৯,২৭৫টি প্রতিষ্ঠান থেকে মোট ২৬ লাখ ২ হাজার ৫৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
এবার জেএসসি ও জেডিসিতে প্রবাসের ৯টি প্রতিষ্ঠান থেকে সংখ্যা ৪৩২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৪১৯ জন। ফেল করেছে ১৩ জন।
বিদেশ থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাসের হার ৯৬.৯৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন।
বিডি প্রতিদিন/কালাম