পর্তুগালে মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদের ৭৬তম জন্মদিন পালিত হয়েছে। লিসবনের মাল্টি কালচারার একাডেমির হল রুমে কেক কেটে এ জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি আবদুল হামিদের জীবনী নিয়ে তৈরি করা একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়। এছাড়াও কেক কাটার পূর্বে রাষ্ট্রপতির বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী নিয়ে বক্তরা আলোচনা করেন।
তানবীর আলম জনির প্রানবন্ত সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির প্রবীণ ব্যাক্তি কাউন্সিলর রানা তাসলিম উদ্দিন, পর্তুগাল আওয়ামী লীগের উপদেষ্টা হাবিবুর রহমান, ব্যবসায়ী শাহীন আহমেদ, মহিন উদ্দিন, মোহাম্মদ শাহীন, নওশাদুর রহমান ইমন, পর্তুগাল ছাএলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন, পর্তুগাল ছাএলীগের জাহিদ হাসান সোহাগ, মাজহারুল ইসলাম, এস টি তপু, শাহীন দর্জি, রাহমান আমিন, আশিকুর রাহমান, প্রান্ত চৌধুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ