কুয়েতে বাংলাদেশের বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনের প্রতিনিধিদের সংগঠন বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, কুয়েতের উদ্যোগে এক বৈকালিক আড্ডায় মিলিত হন কুয়েত প্রবাসী গণমাধ্যম কর্মীরা।
গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) বৈকালিক আড্ডায় গান, কবিতা আবৃতি, কৌতুক অভিনয় ও বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আনন্দময় পরিবেশে দিনটি কাটান কুয়েত প্রবাসী গণমাধ্যম কর্মীরা।
বৃহস্পতিবার কুয়েতের রিগাই পার্কে বৈকালিক আড্ডায় উপস্থিত ছিলেন বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, সহ-সভাপতি শরিফ মিজান, সাংগঠনিক সম্পাদক আল আমিন রান, অর্থ সম্পাদক মোহাম্মদ হেবজু ও প্রচার সম্পাদক মোহাম্মদ সেলিম হাওলাদারসহ অনেকে।
চমৎকার সুন্দর এক পরিবেশে বৈকালিক আড্ডায় একত্রে মিলিত হতে পেরে আনন্দিত ও নিজেদের সন্তুষ্টির কথা প্রকাশ করেন প্রবাসী সাংবাদিকরা।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ