রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গৌরবময় ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দোয়া ও কেক কাটার মাধ্যমে উদযাপন করেছে সংস্থাটির রিয়াদ রিজিওনাল অফিস।
শনিবার বিকালে রিয়াদ রিজিওনাল ম্যানেজার মো: আমিনুল হক ভুইয়ার সভাপতিত্বে স্টেশন ম্যানেজার রফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।
বিমানের জিএসএ এইস ট্রাভেলসের চিফ অ্যাকাউন্টেন্ট নাসির শেরান খলিল, রিয়াদ স্টেশনের ফাইন্যান্স ম্যানেজার এরশাদ রাফি তুহিনসহ বিমানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ট্রাভেল এজেন্সির বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো বিমানকে আধুনিকায়ন করা। আজকে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বিমানের বহরে নতুন নতুন অত্যাধুনিক উড়োজাহাজ যুক্ত হচ্ছে। প্রবাসীদেরকে বাংলাদেশ বিমান ভ্রমণ করার আহ্বান জানান রাষ্ট্রদূত।
পরে বিমানে সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন